স্টাফ রির্পোটার: জামালপুরের শাহাবাজপুর বাজারে পৈতিক সূত্রে প্রাপ্ত নিজ দখলিয় জমির দোকানঘরে জোর পূর্বক প্রবেশ করে আর আসবাবপত্র বিনষ্ট করে দেওয়া হয়েছে।ঘটনার বিবরনে জানা যায়,গত রবিবার সকালে শাহাবাপুর নয়াপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ আকন্দর ছেলে নিরীহ আব্দুল হাই আকন্দর শাহাবাজপুর বাজারে চৌচালা টিনশেট ঘরে একই এলাকার মামলাবাজ বলে খ্যাত আক্তার হোসেনের স্ত্রী নাসরীন আক্তার(৪০) দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকান ঘরে হামলা করে । এ সময় দোকানের সাটার ভেঙে দোকানে থাকা আসবাবপত্রর ব্যাপক ভাঙচুর করে। এ সময় নিরীহ স্কুল শিক্ষক আব্দুল হাই আকন্দ এগিয়ে এলে তাকে ও তার সন্তানদের মেরে ফেলার হুমকী প্রদান করে। এ নিয়ে নিরীহ স্কুল শিক্ষক আব্দুল হাই আকন্দ তার দোকানের বৈধ কাগজপত্র নিয়ে স্থানীয় ই্উপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও চেয়ারম্যান এই সমস্যা সমাধানের জন্য নাসরীন আক্তারকে তার বৈধ কাগজ নিয়ে চেয়ারম্যান পরিষদের আদালতে আসতে বললেও সেখানে সে উপস্থিত হয়নি। এ ব্যাপারে নিরীহ আব্দুল হাই আকন্দ জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রকৃত পক্ষে মামলাবাজ বলে খ্যাত আক্তার হোসেনের স্ত্রী নাসরীন আক্তার জোর পূর্বক জমি দখলের পায়তারা করেছে এবং আব্দুল হাই এর পবিবারকে মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়ে নানা ভাবে হেনেস্থা করেছে। এজন্য মামলাবাজ কলহপ্রিয় নাসরীন আক্তার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।