সকল মেনু

পাবিপ্রবি’র ভর্তি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ

 জেলা প্রতিবেদক, পাবনা, ১ ফেব্রুয়ারী :  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)’র ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার প্রাথমিক মেধা তালিকা শনিবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী জানান, পরবর্তীতে সাক্ষাৎকার গ্রহণ সাপেক্ষে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। সাক্ষাৎকারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.pust.ac.bd তে পাওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top