বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার ভোর রাতে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ভরশাপুর বাসষ্টান্ডে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জনের নাম জানা গেলেও অপর একজনের নাম জানা যায়নি। নিহত মোটরসাইকেল চালক আরিফ হোসেন (৩২) ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অপর আরোহী সেলিম হোসেন (৩০) ও অজ্ঞাত (২০) ঢাকা জেলার অধিবাসী। বাগেরহাটের কাটাখালী হাইওয়ের অফিসার্স ইনচার্জ (ওসি) আঃ মান্নান ফরাজী জানান, সোমবার রাতে কাটাখালী এলাকা থেকে ভাড়াটিয়া মোটরসাইকেল চালক আরিফ অজ্ঞাত পরিচয়ের দু’জন যাত্রী নিয়ে রামপালে যাওয়ার পথে ভরশাপুর বাসষ্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (মাগুরা ট-১১.১৪০০) চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিফ মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অন্য দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর রাতে সেলিম ও অপর অজ্ঞাত ব্যক্তি মারা যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।