এম এফ এ মাকাম: বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে এস এ টিভির প্রথম জন্মদিন পালিত হয়েছে। সকালে এস এ টিভির দর্শকদের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয় । র্যালীতে নেতৃত্বদেন জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান। র্যালীটি শহর প্রদক্ষিন করে জামালপুর জেলা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান । জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩৫ বিজিবি’র কমান্ডার লেপ্টেনেন্ট কর্ণেল আহম্মদ তারেক কবির ,পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ,সহ-সভাপতি আতিকুর রহমান ছানা , এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, সদর সার্কেল পুলিশ কর্মকর্তা ইয়াসিন আলী,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান মজুমদার,প্রবিন সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা,দৈনিক আজকের জামালপুর এর সম্পাদক এম.এ জলিল,দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান,দৈনিক কালের কন্ঠর সাংবাদিক মোস্তুফা বাবুল,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট ই্উসুফ আলী,সাপ্তাহিক কালাকালের সম্পাদক হাফিজ রায়হান সাদা,যুবদল নেতা ফিরোজ মিয়া,এস এ টিভির জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি সজ্জাদ আনসারী সহ আরো অনেকে। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আর মনমুগ্ধকার অনুষ্ঠানে ইতিমধ্যৈই দেশের মানুষের মনে স্থান করে নিয়েছে বলে এস এ টিভির পরিবারকে ধন্যবাদ জানানের পাশাপাশি আগামীদিনে আরো ভাল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আহ্বান জানান। পরে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এস এ টিভির জন্মদিনে আওয়ামীলীগ-বিএনপি সহ সকল রাজনৈতিক,পেশাজীবি ও সমাজকর্মীদের মিলন মেলায় পরিনত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।