চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার সারাদিনে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তি এলাকাগুলোতে একাধিক অভিযান চালিয়ে ৫ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা মূল্যের বিভিন্ন ধরণের চোরাচালানি মালামাল উদ্ধার করেছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে, মাদকদ্রব্য এবং টেলিভিশন ও ঘড়ির খুচরা যন্ত্রাংশ। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল এস এম মনিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে দর্শনার সীমান্তবর্তি গ্রাম জয়নগরের মাথাভাঙ্গা নদীর তীর হতে পরিত্যাক্ত অবস্থায় ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার মূল্য ৩৭ হাজার ২১০ টাকা। এর কিছু আগে দামুড়হুদার ঠাকুরপুর বিওপি ক্যাম্পের সদস্যরা পীরপুরকুল্লা মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ৫০০টি ঘড়ির ব্যাটারি ও ২ হাজারটি টিভির ফ্লিল্ম রেজিস্টার উদ্ধার করে। এসব মালের মূল্য ৩ লাখ ১০ টাকা। সকাল সাড়ে ১১টায় মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা ১টি মোটরসাইকেল ও ১৬টি অটো পার্টসসহ আসলাম নামের এক চোরাকারবারিকে আটক করে। এসব মালের মূল্য ৯৬ হাজার টাকা। এর আগে সকাল ১০টায় জীবননগরের দত্তনগর থেকে বিজিবি সদস্যরা ১১ হাজার ৪১০ টাকা মূল্যের ১১৪টি ভারতীয় লাইলন ব্যাগ আটক করে। বেলা দেড়টায় জীবননগরের উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা ঈশ্বরচন্দ্রপুর থেকে ৭৬ হাজার ১০ টাকা মূল্যের ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।