সকল মেনু

সিসির মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১২ জানুয়ারি :  অবশেষে মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। শনিবার রাজধানী কায়রোয় সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে জেনারেল সিসি বলেন, ‘জনগণের অনুরোধ এবং সেনাবাহিনীর সমর্থন পেলেই কেবল আমি নির্বাচনে যাব।’ সিসি মিসরের নয়া সংবিধানের ওপর আসন্ন গণভোটে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান । মঙ্গল ও বুধবার দেশটিতে ওই গণভোট অনুষ্ঠিত হবে। দেশটির নয়া সংবিধান গণভোটে অনুমোদিত হলে তার ভিত্তিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলেই হতে পারে মিসরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে তেমন কোনো উল্লেখযোগ্য শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা এই জেনারেলই হতে যাচ্ছেন মিসরের পরবর্তী প্রেসিডেন্ট, অন্তত তার মনোভাব সম্পর্কে মিসরীয়দের এমনই ধারণা। পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে- সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার এমন ইঙ্গিত দেওয়ার পর থেকেই সিসির মনোভাব সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top