সকল মেনু

বকশীগঞ্জে আদিবাসীদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

জিএম ফাতিউল হাফিজ বাবু জামালপুর:  জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের আদিবাসীদের মাঝে ১২ জানুয়ারী রোববার বিকালে শীতবস্ত্র বিতরণ করেছেন। লাউচাপড়া পিকনিক স্পট প্রাঙ্গণে তিনি প্রধান অতিথি থেকে ৭০ জন দরিদ্র আদিবাসীর মাঝে কম্বল বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এবিএম এহছানুল মামুন,জামালপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার  অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মি. হোসিও রং প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top