সকল মেনু

শিল্পাচার্য জয়নুল আবেদিনের মেহেরপুরে জন্ম শতবার্ষিকী পালন

 জেলা প্রতিবেদক, মেহেরপুর, ১১ জানুয়ারি:  শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপলক্ষে গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু-কিশোরদের মধ্যে ওই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রভাষক নূরুল আহমেদ। প্রতিযোগিতা শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন চারুকলা প্রশিক্ষক গোলাম মোস্তফা, বিচারক মীর রওশন আলী মনা, মেহেরপুর পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক আল মামুন অনল, সাবির একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, শিল্পকলার সংগীত প্রশিক্ষক সাফিনাজ আরা ইরানী, শামিম জাহাঙ্গীর সেন্টু, জেলা ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন আযম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top