জামালপুর থেকে ফজলে এলাহী মাকাম: জামালপুরের বকশীগঞ্জে দাওয়াত দিয়ে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে দুই বছর বয়সের এক শিশু শ্যালককে । একই সময়ে নিহত শিশুর মাকে রক্তাক্ত জখম করেছে এক সন্ত্রাসী জামাই। এই ঘটনায় পুলিশ ঘাতক কামাল হোসেনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের জুনায়েরচর গ্রামের বাদশা আলীর ছেলে কামাল হোসেন এ ঘটনা ঘটায় । কামাল হোসেন এক বছর পূর্বে ২য় বিয়ে করে সিরাজগঞ্জ জেলার উল্লা পাড়া থানার বোয়ালতলী গ্রামের সাহাত আলীর কন্যা কহিনূর বেগমকে। দুই মাস আগে কামালের ২য় স্ত্রী কহিনুর বেগম ওমানে যায়। ওমানে গিয়ে কহিনুর বেগম তার ছোট ভাই নিহত আসাদুল(৩)কে নমিনি দিয়ে বকশীগঞ্জ সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে বলে। ঘাতক কামাল হোসেন এব্যাপারে আপত্তি জানায়। কহিনূর পাল্টা আপত্তি করলে কামাল হোসেন কৌশলে সিরাজগঞ্জ জেলার উল্লা পাড়া থানার বোয়ালতলী গ্রাম থেকে তার শাশুড়ি আয়শা খাতুনকে দাওয়াত করে। আয়শা তার শিশুপুত্র আসাদুলকে নিয়ে বকশীগঞ্জ উপজেলার জুনায়েরচর গ্রামে আসে। পরে শ্যালক এবং শাশুড়ীকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মারা যায় ৩ বছর বয়সী শ্যালক আশাদুল। শাশুড়ী আয়শা খাতুনের অবস্থাও আশংকা জনক। এই ঘটনায় বকশীগঞ্জ থানার পুলিশ ঘাতক দুলাভাই কামাল হোসেনকে আটক করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।