টাঙ্গাইল প্রতিনিধি: ১০ম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। রোববার রাত বেসরকারী ভাবে এ ফলাফল প্রকাশ করেন জেলা রির্টানিং অফিসার ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা।এর মধ্যে নির্বাচনী এলাকা ১৩৫ দেলদুয়ার-নাগরপুর আসন ৬ এর মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ১’শ ৫২। যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৯’শ ৬৬ আর মহিলা ১ লাখ ৭৭ হাজার ১’শ ৮৬জন। এর ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল বাতেন পেয়েছেন ৬৬ হাজার ২’শ ৯২ ও তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী কাজী এ.টি.এম.আনিসুর রহমান বুলবুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৬’শ ২১ ভোট। নির্বাচনী এলাকা ১৩৪ টাঙ্গাইল সদর আসন-৫। যার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ১’শ ১৫। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬’শ ৭৯ ও মহিলা ১ লাখ ৭১ হাজার ৪’শ ৩৬ জন। এর মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৮টি। এ আসনে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব ছানোয়ার হোসেন পেয়েছেন ৬৭ হাজার ৯’শ ৬৯ ও তার নিকটতম প্রতিদ্বন্দি টিয়া পাখি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রাথী মুরাদ সিদ্দিকী পেয়েছেন ৫৯ হাজার ৩’শ ৯৮ ভোট। নির্বাচনী এলাকা ১৩১ গোপালপুর-ভুঞাপুর সন-২। যার সর্বমোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৯’শ ৩৩। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮’শ ৮ ও মহিলা ১ লাখ ৫৬ হাজার ১’শ ২৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১২১টি। এ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী খন্দকার আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭’শ ৫৯ ও তার নিকটতম প্রতিদ্বন্দি বাই সাইকেল প্রতীক নিয়ে জাতীয়পার্টি (জেপি)’র মনোনিত প্রার্থী আজিজুর রহমান তরফদার পেয়েছেন ৮হাজার ১৭ ভোট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।