জিএম ফাতিউল হাফিজ বাবু: জামালপুর-১ আসনে (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ বেসরকারি ফলাফলে আবার নির্বাচিত হয়েছেন। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১১৯ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আবুল কালাম আজাদ নৌকা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আজিজ আহম্মেদ হাসান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৮০ ভোট। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আবুল কালাম আজাদ এর আগেও ১৯৯১, ৯৬, ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।