সকল মেনু

ককটেল নিক্ষেপ,প্রতিবাদে বিক্ষোভ ,মহাসড়কে ধান বোঝাই ট্রাকে আগুন

 শওকত আলী আশরাফী বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবুর বাড়িতে
ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের আমলাপাড়াস্থ এলাকায় এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার দুপুরে মটর সাইকেলযোগে দুই যুবক ওই বাড়ির সামনে এসে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার সময়ে আলী রেজা বাবুর বৃদ্ধামাতা ছাড়া অন্য কেউ ছিলেন না। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বিএনপির সাধারন সম্পাদক জানান ,চলমান সরকার বিরোধী আন্দোলকে স্তমিত করতে ও তাকে ভয় দেখাতে প্রতিপক্ষরা এ ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনার প্রতিবাদে দুপুরে শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। পুলিশ  জানায়, আতংক সৃষ্টির জন্য কেউ ককটেল নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছ্  ঘটনার পর পুলিশ আলামত সংগ্রহ করে থানায় নিয়ে  যায়। এঘটনায় আলী রেজা বাবু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  অপরদিকে ১৮ দলের ডাকা পঞ্চম দফা অবরোধের তৃতীয় দিন বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কে শ্যামবাগাত নামক স্থানে সোমবার ভোররাতে একটি  ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top