সকল মেনু

ময়মনসিংহে জাসদ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

 জেলা প্রতিবেদক, ময়মনসিংহ, ২৩ ডিসেম্বর :  ময়মনসিংহ শহরে জেলা জাসদ অফিসে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। পেট্রোল বোমার বিস্ফোরণে অফিসে আগুন লেগে যায়। এ সময় জাসদ নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অফিসে লোক না থাকায় কোন হতাহত হয়নি। এ ঘটনার খবর পেয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনসহ অনান্য নেতৃবৃন্দ অফিসে ছুটে আসেন। এ ঘটনার পর কোতোয়ালী থানার ওসি গোলাম সারোয়ারসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জাসদ নেতৃবৃন্দ এ ঘটনাটি স্বাধীনতা বিরোধী শক্তি জামাত-শিবিরকে দায়ী করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top