সকল মেনু

পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, ২ কনস্টেবল আহত

 জেলা প্রতিবেদক, মাগুরা, ২৩ ডিসেম্বর :  মাগুরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের ২ কনষ্টেবল আহত হয়েছেন। রোববার রাত রাত সাড়ে এগারোটার দিকে শহরের পারনান্দুয়ালী ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত দুই জনের মধ্যে মাহাতাব নামে এক কনস্টেবলের নাম জানা গেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর জনের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শহরের পারনান্দুয়ালী ব্র্যাক অফিসের সামনে টহলরত পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কনস্টেবল মাহাতাবসহ দুইজন আহত হয়।তবে এ ব্যাপারে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top