সকল মেনু

শিশুদের পোলিও টিকা খাওয়ানো হচ্ছে মেহেরপুরে

 জেলা প্রতিবেদক, মেহেরপুর, ২১ ডিসেম্বর:  ২১তম জাতীয় টিকা দিবসে মেহেরপুরে ০-৫ বছর বয়সী সব শিশুকে পোলি টিকা খাওয়ানো হচ্ছে। আজ শনিবার সকাল আটটায় মেহেরপুর জেনারেল হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর সিভিল সার্জন আবদুস শহীদ।
জেলার ৬১ হাজার ৫৪৯টি শিশুকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে কাজ করছেন দুই হাজার ৪৪৫ জন স্বেচ্ছাসেবক।
জেলার বিভিন্ন গ্রামে অবস্থিত ইপিআই টিকাদান কেন্দ্র ছাড়াও মেহেরপুর জেনারেল হাসপাতাল, মেহেরপুর পৌরসভা ভবন, মেহেরপুর বাসস্ট্যান্ড, কাথুলী বাসস্ট্যান্ড, যাদবপুর ঘাট, গোভিপুর ঘাট, মেহেরপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্র, গাংনী ও মুজিবনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও গাংনী বাসস্ট্যান্ড এলাকায় পোলিও টিকা খাওয়ানো হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top