সকল মেনু

পঞ্চগড় সুগার মিলের আখ মাড়াই বন্ধ

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি :  বিএনপিসহ ১৮ দলের ডাকা অবরোধের কারণে বিভিন্ন ক্রয় কেন্দ্র হতে আখ পরিবহণ করতে না পেরে পঞ্চগড় সুগার মিলের মাড়াই বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় আখ মাড়াই বন্ধ হয়ে যায়।  পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশিদ জানান, আখ সরবরাহ পেলে অচিরেই উৎপাদন শুরু হবে। প্রায় ৩০ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই ২০১৩-১৪ মৌসুমের আখ মাড়াই শুরু করেছে পঞ্চগড় সুগার মিলস্ লিমিটেড। চিনিকল সূত্রে জানা যায়, গত শুক্রবার ৩০ কোটি টাকার পাঁচ হাজার ৯৩০ মেট্রিক টন চিনি অবিক্রিত রেখেই নতুন মৌসুমের আখ মাড়াই শুরু করেছে মিল কর্তৃপক্ষ। চলতি মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ হাজার ২৫০ মেট্রিক টন। অবরোধের কারণে মিল শ্রমিক সহ বিপাকে পড়েছে জেলার সকল কৃষকেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top