সকল মেনু

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ২

বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাটের মোল্লারহাটের কেন্দুয়া জোড়া ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায়  নসিমুন চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময়ে নসিমনে থাকা আপর দুই যাত্রী গুরতর আহত হয়েছে । তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দুই টার দিকে রাস্তায় দাড়িয়ে থাকা কাঠ বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহি একটি নসিমন ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত নসিমন চালক রাজু সেখ (৩২) গোপলগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের হাসেম সেখের ছেলে। এ রিপোট লেখা পর্যন্ত নিহতদের অপর যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি। মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম  জানান, বাগেরহাট -মাওয়া মহাসড়কের মোল্লারহাট উপজেলার কেন্দুয়া জোড়া ব্রিজের নিকট দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে আসা একটি নসিমন ধাক্কা দেয়। এসময়ে ঘনাস্থলেই নসিমুন চালক রাজু সেখ (৩২) ও অপর অঞ্জাত যাত্রী (৩৫) কে ফকিরহাট হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময়ে নসিমনের অপর দুই যাত্রীকে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top