কাঞ্চন কুমার,কুষ্টিয়া: ১৮দলের অবরোধ কর্মসূচীর ষষ্ঠ ও শেষ দিনে কুষ্টিয়ার মিরপুরে রেল লাইনে অগ্নি সংযোগ করে রেলপথ অবরোধ ও সড়ক অবরোধ করছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ৬টা
থেকে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-ঝিনাইদহ, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-রাজবাড়ীসহ অন্যান্য কোনো রুটেই বাস-ট্রাক চলাচল করছে না। তবে রেল লাইনে অগ্নি সংযোগ করলে ও লাইনের কোন ক্ষতি হয়নি। এ ছাড়া ১৮দলের নেতাকর্মীরা শহরের মজমপুর গেটে অবস্থান নেয়। এসময় কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। অবরোধ চলাকালে কুষ্টিয়ার ওপর দিয়ে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। এদিকে ১৮ দলের নেতাকর্মীদের নাশকতা রোধে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।