চুয়াডাঙ্গা প্রতিনিধি (০১.১২.১৩): আলমডাঙ্গা পুলিশ ৩০-৩৫ বছর বয়সী অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানার বন্ডবিল গ্রামের একটি আমবাগান থেকে আমগাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে পুলিশ বন্ডবিল গ্রামের আমবাগানে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মহিলার গায়ের রং শ্যামলা। তার পরনে গোলাপি প্রিন্ট শাড়ি ও গোলাপি প্রিন্ট ব্লাউজ ছিল। পেটিকোট কালো রংয়ের। আমগাছের তিনফুট উচ্চতার একটি নিচু ডালের সাথে লাশ ফাঁস দেওয়া ছিল। গাছের ডালটি নিচু হওয়ায় লাশের শরীরের প্রায় অর্ধেক মাটিতে ঠেকে ছিল। এ কারণে এ মৃত্যুকে ঘিরে রয়েছে রহস্য। ওসি আরো জানান, ‘ময়না তদন্তের পরই মৃত্যরহস্য উদঘাটন করা সম্ভব হবে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।