সকল মেনু

আবুজায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন

আবুজা, নাইজেরিয়া—নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শফিকুল ইসলাম এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসমাইল হোসেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশেষ অতিথি কর্ণেল মুশফিকুর রহমান মাসুম ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ই-পাসপোর্টে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও এর সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর ফলে নাইজেরিয়া ও পার্শ্ববর্তী চারটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাগরিকদের মর্যাদা বাড়বে।

হাইকমিশনার আরও বলেন, ই-পাসপোর্টে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে। এর ফলে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও সুদৃঢ় করবে।

তিনি জানান, আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বহির্বিশ্বে ই-পাসপোর্ট সেবা চালু করা ৬৯তম বাংলাদেশ মিশন। এই উদ্বোধনের মধ্য দিয়ে বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশ থেকে ই-পাসপোর্ট সেবা নেওয়ার সুযোগ সৃষ্টি হলো। এ জন্য তিনি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ই-পাসপোর্ট প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ হাইকমিশনার লাইবেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো ও গাম্বিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের অংশ হিসেবে প্রধান অতিথি কয়েকজন আবেদনকারীর হাতে ডেলিভারি স্লিপ তুলে দেন। পরে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে কর্ণেল মুশফিকুর রহমান মাসুম বাংলাদেশ হাইকমিশনকে একটি ক্রেস্ট প্রদান করেন। এ সময় রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এনরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন।

উল্লেখ্য, এখন থেকে নাইজেরিয়া ছাড়াও লাইবেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো ও গাম্বিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top