বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সর্মথিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে একে এম আঃ হাই ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এ্যাড. মোঃ আব্দুল হামিদ মোল্ল া পেয়েছেন ১১৭ ভোট। সাধারন সম্পাদক পদে আওয়ামীলীগ সর্মথিত হাওলাদার মোঃ অজিয়ার রহমান (পিকলু) পেয়েছেন ১৬২ ভোট তার নিকটতম প্রতিদন্ধি বিএনপি সর্মথিত শেখ শোশারেফ হোসেন মন্টু পেয়েছেন ১০৭ ভোট । এছাড়া সিনিয়র সহসভাপতি পদে বিএনপি সর্মথিত মোঃ নওয়াব হোসেন ১৩২ ভোট এবং জুনিয়র সহ সভাপতি পদে মোঃ আব্দুল ওলি ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেণ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন চলে । এ নির্বাচনে ৩টি প্যানেলে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে ৩শ ৪৬ জন ভোটারের মধ্যে ৩১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৩টি প্যানেলের মধ্যে রয়েছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ,আইনজীবী ঐক্য পরিষদ এবং গনতান্ত্রিক আইনজীবী ঐক্য পরিষদ। আইনজীবীসমিতির এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন এপিপি এ্যাড. কাজী মনোয়ার হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।