সকল মেনু

ওভারটেক করতে গিয়ে ধানক্ষেতে প্রাইভেটকার

চট্টগ্রামে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে গিয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে লোহাগাড়া থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রাইভেটকারটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত গিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী বেসরকারি চাকরিজীবী তোফায়েলুর রহমান বলেন, প্রাইভেটকারটি আমাদের সামনে ছিল। সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ২৫ থেকে ৩০ ফুট দূরে ধানক্ষেত গিয়ে পড়ে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশে ধানক্ষেতে পড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top