সকল মেনু

চাঁদা না দেয়ায় এক গ্রাম পুলিশকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ নবেম্বর :  চাঁদা না দেয়ায় কয়েক সন্ত্রাসী মমিন খানঁ নামের (৩২) এক গ্রাম পুলিশকে পিটিয়ে জখম করেছে। তাকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার রাতে বাউফল পৌর শহরের গোলাবাড়ি এ ঘটনা ঘটেছে। জানাগেছে, গত এক মাস আগে মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মমিনের কাছে হাসান নামের এক স্থানীয় সন্ত্রাসী এক লাখ টাকা চাঁদা দাবি করে। গ্রাম পুলিশ মমিন উক্ত টাকা দিতে অপরগতা প্রকাশ করে। ঘটনার দিন রাত ৯টার দিকে  মমিন বাউফল থানা থেকে বাড়ি যাওয়ার পথে হাসানের নেতৃত্বে রুবেল, রাসেল, লিটন নামের ৪ সন্ত্রাসী পৌর শহরের গোলাবাড়ি এলাকায় তার উপর হামলা করে এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে বাউফল থানায় মামলা হয়েছে। অপর দিকে একই দিন সন্ধ্যায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পৌর শহরের কাগুজী পুল বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন সিরাজ খানকে (৬৫) পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ আবুল কালাম খান । তাকে গুরুতর আহত অবস্থায় বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top