সকল মেনু

রাঙ্গামাটিতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত ৩

 রাঙ্গামাটি প্রতিনিধি, ২১ নভেম্বর (হটনিউজ২৪বিডি.কম) :  জেলার বাঘাইছড়ি উপজেলায় সন্তু লারমা পক্ষের ২ নেতাসহ ৩ জনকে ব্রাশফায়ারে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার শিজক এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শশাঙ্ক মিত্র চাকমা ওরফে প্রীতিশ (৫০) এবং সাংগঠনিক সম্পাদক নন্দ কুমার চাকমা (৪৭)।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ওই ৩ ব্যক্তি শিজক কলেজের সামনে একটি দোকানে চা পান করার সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলে ৩ জনই মারা যান। এদিকে এই হত্যাকান্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top