নিজস্ব প্রতিবেদক, বরগুনা, ১৯ নভেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, গণভবনে আসুন, আলোচনার দরজা এখনো খোলা আছে। আমরা একসঙ্গে বসে আলোচনা করি, সঙ্কট সমাধান করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বরগুনার বামনা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামী ধর্মের নামে রাজনীতি করে আর কাজের সময় করে তার উল্টোটা। তারা এ দেশের মানুষের ভালো চায় না। আন্দোলনের নামে তারা কোরআন শরিফ পুড়িয়েছে, মসজিদে আগুন দিয়েছে, ২০ জন নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এসব কাজ কোন মুসলমানের কাজ নয়।প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত এখন আন্দোলনে পালে হাওয়া পাচ্ছে না। মানুষের সমর্থন পাচ্ছে না। তারা আন্দোলনের নামে ঘুমন্ত চালক, এমন কি চলন্ত বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারছে। হেফাজতের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এসব করছে দেশজুড়ে। আমি আল্লাহর কাছে এদের বিচারের ভার দিলাম।প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীকে ফোনে দাওয়াত দিয়েছিলাম। আলোচনার প্রস্তাব দিয়ে বলেছি, আসুন, আমরা আলোচনা করে সমাধান করি। কিন্তু আর হরতাল দেবেন না। দেশের ক্ষতি করবেন না। কিন্তু উনি হরতাল করছেন, মানুষ পুড়িয়ে মারছেন। এটার নাম রাজনীতি নয়।তিনি মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য খালেদা জিযার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী এর আগে বামনায় ১৪টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।