ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ভ্রমণ করা এক নারীর হঠাৎ প্রসব বেদনা ওঠে বিমানবন্দর রেল স্টেশনে। খবর পাওয়ার পরই সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে রেলওয়ে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রেল পুলিশের নারী সদস্যদের সহায়তায় বিমানবন্দর রেল স্টেশনে জন্ম হয় নবজাতকের। মা ও নবজাতক শিশু সুস্থ আছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আসা নারী যাত্রী রুমা আক্তারের (২২) প্রসব বেদনা ওঠে। খবর পাওয়ার পর তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ আছেন। রেলওয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে তাদের ভর্তির ব্যবস্থা করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।