সকল মেনু

৮ ঘণ্টার মধ্যে ব্রিটিশ নাগরিকের পাসপোর্টসহ ব্যাগ উদ্ধার

চট্টগ্রামে হারিয়ে যাওয়া দুই ব্রিটিশ নাগরিকের পাসপোর্টসহ ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর ব্যাগটি ব্রিটিশ নাগরিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জুবিলী রোড এলাকায় একটি সিএনজিতে ভুলে একটি ব্যাগ রেখে যান দুই ব্রিটিশ নাগরিক। এরপর তারা একটি ব্যাংকে যান। সেখানে বুঝতে পারেন তাদের একটি ব্যাগ সিএনজিতে রেখে এসেছেন। পরে খোঁজ নিয়েও সিএনজিটির হদিস পাননি তারা। ওই ব্যাগে দুটি ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, ব্যাংকের একটি চেকবই ও মোবাইলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।

বিষয়টি কোতোয়ালি থানাকে জানানোর পর উদ্ধার অভিযানে নামে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বিষয়টি জানার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি শনাক্ত করি আমরা। এরপর মঙ্গলবার রাত ৮টার দিকে অক্ষত অবস্থায় ব্যাগটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top