সকল মেনু

এভিয়েশন কোর্স সম্পন্ন করলেন ২ পুলিশ কর্মকর্তা

এভিয়েশন বেসিক কোর্স-১৩ সম্পন্ন করেছেন বাংলাদেশ পুলিশের দুই নবীন অফিসার। তারা হলেন- এএসপি মো. মোহাইমিনুল হক ও এএসপি এইচ এম গোলাম রাব্বি।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান ও ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, আর্মি এভিয়েশন গ্রুপের অধীনে এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর ১৮ জন, নৌ বাহিনীর চারজন এবং বাংলাদেশ পুলিশের দুজনসহ মোট ২৪ জন নবীন অফিসার এভিয়েশন বেসিক কোর্স-১৩ সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top