সদস্য রাষ্ট্রগুলোর জন্য এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনকে (এএসইফ) আরও অর্থবহ করার জন্য নতুন অর্থায়ন খোঁজার পাশাপাশি ডেটা প্রাইভেসির কৌশলগত আপগ্রেড নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২২ নভেম্বর) সিঙ্গাপুরে এএসইফের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সুপারিশ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিঙ্গাপুরে এএসইফের কার্যনির্বাহী কমিটির সভায় বোর্ড অব গভর্নরসের বর্তমান চেয়ারম্যান হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থার মহাপরিচালক মো. রইস হাসান সরোয়ার আলোচনায় নেতৃত্ব দেন। এশিয়া এবং ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সভায় এএসইফের প্রশাসনিক ও আর্থিক বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। পাশাপাশি কার্যনির্বাহী সংস্থার কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশনা দিয়ে সদস্য রাষ্ট্রগুলোকে আরও অর্থবহ করতে নতুন অর্থায়ন অন্বেষণ এবং ডেটা প্রাইভেসির কৌশলগত আপগ্রেড নিশ্চিত করার সুপারিশ করা হয়। সভায় লাটভিয়া সরকারের প্রস্তাবিত নারী, শান্তি ও নিরাপত্তা প্রশিক্ষণের জন্য একটি প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে বাংলাদেশ প্রথমবারের মতো এএসইফের বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান নির্বাচিত হয়। আগামী ডিসেম্বরে বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।