সকল মেনু

জয়পুরহাটে ‘ঐতিহ্যবাহি সূর্যছটা পূজোৎসব’ শুরু

09.11.13   Joypurhate Surjossota Puja Utsob 01 এসএস মিঠু , জয়পুরহাট থেকে :  বিশ্ববাসীর মঙ্গল,কল্যাণ ও শান্তি কামনা করে উৎসব মুখর পরিবেশে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পুকুরে শনিবার থেকে শুরু হয়েছেÑ হিন্দু ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপি ‘ঐতিহ্যবাহি সূর্যছটা পূজোৎসব’ । এ উপলক্ষে কাক ভোর থেকে শত শত হিন্দু ও মাড়োয়ারী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা (ভক্তরা ) জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পুকুরের পাড়ে জমা হয়। সূর্য দেবতা ওঠার পূর্বে ওই পুকুরে পুজা পালন শেষে তারা স্নান করেন। মন্ত্রপাঠের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে ও পানিতে প্রিয় ফুল ভেসে দিয়ে বিশ্ববাসীর মঙ্গল কামনা করেন তারা ।এ সময় পুকরের পাড়ে শত শত পটকা ফাটানো হয়।

ভারতের বিহার, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ড এলাকা থেকে বাংলা দেশে আসা হিন্দু ও মাড়োয়ারী ধমার্লম্বীরা সম্প্রদায় প্রতিবছর এ পূজা করে থাকেন। তাদের বিশ্বাস,কেবল মাত্র সূর্যের কারনেই আজও মানুষ এ পৃথিবীতে সুখ-শান্তিতে বসবাস করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top