অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুলমুত্তালিব এস এম সুলাইমান। তারা জনশক্তি রপ্তানি বিশেষ করে, অনিয়মিত অভিবাসন চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন তারা। উভয়পক্ষ বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি রপ্তানি, অনিয়মিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের প্রার্থীদের সমর্থন করার মতো বিষয়ে আলোচনা করেন।
উপদেষ্টা কিছু বাংলাদেশি চিকিৎসকের বকেয়া বেতন মেটানোর জন্য লিবিয়ান সরকারকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন শিগগিরই বাকি চিকিৎসকদের বেতন সমস্যার সমাধান করা হবে।
বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।