চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা এম এ লতিফ। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, বাথরুমে পড়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি। এম এ লতিফ চট্টগ্রাম ১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, সন্ধ্যার একটু আগে বাথরুমে পা পিছলে পড়ে যান এম এ লতিফ। এতে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন, এম এ লতিফ আশঙ্কামুক্ত আছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা সমস্যা পাওয়া গেছে। তার ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে। যেটাকে আমরা চিকিৎসার ভাষায় হেমাটোমা বলি। এ ছাড়া তিনি বাইপাসের রোগী। এখন তিনি চিকিৎসাধীন আছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ভেঙে দেওয়া হয় সংসদ। এ ঘটনার কয়েকদিন পর এম এ লতিফ নগরের পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় সেনাবাহিনীর হাতে আটক হন। এরপর একাধিক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। তখন থেকে কারাগারে রয়েছেন লতিফ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।