সকল মেনু

ভালো মানুষের দল বিএনপি : আমানউল্লাহ আমান

বিএনপি ভালো মানুষের দল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারির ঠাঁই নেই। যারা বিএনপির নামে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, তাদের পুলিশে ধরিয়ে দেবেন। আমাদের দলে কোনো সন্ত্রাসের স্থান নেই।’

তিনি আরও বলেন, ‘হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। গণতন্ত্রকে ধরে রাখতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা যে রক্ত দিয়েছে, সে রক্তের প্রতিদান দিতে হবে।’ আসন্ন দুর্গাপূজায় বিএনপি প্রতিটি স্থানে কমিটি করে মন্দির সুরক্ষায় কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইফরান ইবনে আমান অমি বলেন, কেরানীগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, এই কেরানীগঞ্জের শান্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ছাত্র-জনতা যে স্বাধীনতা অর্জন করেছে তা আমাদের সবাইকে সম্মিলিতভাবে রক্ষা করতে হবে।

রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি রুহুল আমিন, অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সোহানুর রহমান সোহেল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top