অবসরে যাওয়া বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদকে ২০২১ সালের ৩১ মে অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে ওই অবসরের আদেশ বাতিল করে তাকে চাকুরিতে পুনর্বহাল করা হলো। অবসরের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়ে তিনি কর্মরত ছিলেন মর্মে গণ্য হবেন। বিধি মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।