সকল মেনু

দেশে ফিরছেন লিবিয়ায় বিপদগ্রস্ত ১৫৪ জন অভিবাসী

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের প্রচেষ্টায় এবার উদ্ধার হলো ত্রিপলীতে বিপদগ্রস্ত ১৫৪ জন বাংলাদেশি অভিবাসী। আইওএম-এর সহযোগিতায় তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে দূতাবাস।

সোমবার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে এ অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন। তারা আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দেশে পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে। অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে বিদায় জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

ডিটেনশন সেন্টারে থাকা এসব প্রবাসীরা বেশির ভাগই অসুস্থ, অপহরণ ও মানবপাচারের শিকার হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছর সেপ্টেম্বরে লিবিয়া, ত্রিপলী ও বেনগাজী থেকে তিনশোরও অধিক অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৬৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এছাড়া, ১৯ সেপ্টেম্বর ত্রিপলী এবং ৩০ সেপ্টেম্বর বেনগাজী থেকে দুটি ফ্লাইটে আরও ৩ শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top