সকল মেনু

পাকিস্তানের পাশে দাঁড়িয়ে বিপাকে চীন

পাকিস্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যুক্তরাষ্ট্র এখন যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে দেশটির। আর তাই দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা চীনকে বন্ধুত্বের খেসারত দিতে হয়েছে। পাকিস্তানকে সহায়তার জেরে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনের কয়েকটি কোম্পানি।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ওই কোম্পানির ওপর এমন খড়গ নেমে এসেছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাঁচ প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। অভিযোগ রয়েছে তারা পাকিস্তানকে মিসাইল প্রযুক্তি সরবরাহ করেছে। এর মাধ্যমে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-MTCR লঙ্ঘন হয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যক্তিদের মধ্যে একজন পাকিস্তানিও রয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠানের মধ্যে বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি। যুক্তরাষ্ট্র বলছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্সকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল উন্নয়নে সহায়তার মূল কারিগর চীনের এই প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, জেনে শুনে MTCR লঙ্ঘন করায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নতুন এই নিষেধাজ্ঞা নিয়ে মুখ খোলেনি পাকিস্তান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top