ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিং।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘নিহত জয়ন্ত কুমার সিংয়ের বাবা ফকিরভিটা বেলপুকুরের মহাদেব কুমার সিং এবং একই উপজেলার নিটোলডোবা গ্রামের মো. দরবার আলীও (৫০) বিএসএফের গুলিতে আহত হয়েছেন।’
স্থানীয়দের বরাতে ওসি জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় একদল লোকের ওপর গুলি চালায় ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই জয়ন্ত নিহত হয় এবং অপর দুজন গুলিবিদ্ধ হন।
তাদের সঙ্গে আরও অনেকে ছিলেন এবং তারা অক্ষত অবস্থায় পালিয়ে গেছেন বলে জানান ওসি।
গুলিবিদ্ধ মহাদেব সিং ও দরবার আলী রংপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি দাবি করেন, ওই সীমান্ত দিয়ে ভারতে যাওয়া বিভিন্ন এলাকার আরও অন্তত ১৬ জনকে আটক করেছে বিএসএফ।
এ বিষয়ে জানতে চাইলে ৫০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি এবং তদন্ত করছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিএসএফকে এ বিষয়ে পতাকা বৈঠক করতে বলেছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।