সকল মেনু

সারাদেশে ১১৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে নকল ও ভেজাল পণ্যের ওপর তদারকিসহ বন্যার ত্রাণসামগ্রী (মুড়ি, চিড়া, গুড়) ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ তদারকি অভিযান পরিচালনা করে।

এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ছয়টি টিম ঢাকা মহানগরীর বনানী বাজার, কল্যাণপুর, কলাবাগান ও মোহাম্মদপুর টাউন হল এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করে।

সবমিলে সারাদেশের ৫২টি জেলায় অধিদপ্তরের ৫৭টি টিম অভিযানে ১১৫টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top