সিলেটের হবিগঞ্জে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন।
নিহতদের একজন সিএনজি চালক রুমেল মিয়া (৩৫)। তার বাড়ি মিরাশী গ্রামে। এছাড়া নিহত বাকি দুজনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে সিএনজি চালক রুমেল মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া আহত দুজন চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।