সারাদেশে সরকারের উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির উপর নেতাকর্মীদেরও আস্তা নেই জনগণও নেই। কালো পতাকা নিয়ে যে মিছিল হয় সেটা শোক মিছিল এ মিছিল দিয়ে উত্তাল পরিস্থিতি সম্ভব নয়। সরকার পতনতো দূরে থাক বিএনপি নিজেদের অস্তিত্ব সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
মন্ত্রী বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংস্রতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে মেট্রোরেল এবং পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যেই তা প্রমাণ করেছে। দেশের মানুষ এখন কথা বলতে কথা শুনতে অভ্যস্ত নাই কাজ দেখতে অভ্যস্ত। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা আওয়ামী লীগ সরকার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে।
তিনি বলেন, বিদেশীদের আমন্ত্রণের বাইরে আওয়ামী লীগ যায়নি গিয়েছে বিএনপি।
বিদেশিদের কাছে আওয়ামী লীগ ধর্না দিচ্ছে না জানিয়ে তিনি বলেন, বিদেশিদের কাছে আওয়ামী লীগ ধর্না দিচ্ছে না। ধর্না তারা (বিএনপি) দিচ্ছে। আমাকে আমন্ত্রণ করলে যাবো না? আমন্ত্রণ উপেক্ষা করার কোণ কারণ নেই। আমাদের আমন্ত্রণ করেছে, আমরা গিয়েছি।
মেট্রোরেলের প্রসঙ্গে তিনি বলেন, ‘শিগগিরই মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশটি চালু হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ উন্নয়নের সুবিধা পাবে ঢাকাবাসী।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।