সকল মেনু

মির্জা ফখরুল চরম মিথ্যাবাদী: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একজন শিক্ষক যে কতটা মিথ্যাবাদী হতে পারেন, তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে না দেখলে বুঝতাম না। তার ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে চরম মিথ্যাচার মূর্খতা ছাড়া আর কিছুই নয়।

বুধবার (২৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রক্তের ঋণ: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যার অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গ্রেনেড হামলার চার্জশিটে বিএনপি নেতাদের নাম রয়েছে উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, সে চার্জশিট তো আওয়ামী লীগ সরকার দেয়নি। তাদের নেতাদের জবানবন্দির আলোকেই চার্জশিট দেওয়া হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর ‘প্রকৃত খুনি’ দাবি করে তিনি বলেন, হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের ক্ষমতা দখলের মধ্য দিয়েই সেটি প্রকাশ পেয়েছে। তিনি রাজাকারদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। হত্যার বিচার আইন করে বন্ধের অপচেষ্টাও করেন। আজ অনেকেই তাকে খুনি বলে আখ্যায়িত করতে দ্বিধাবোধ করেন।

বিশ্ববিদ্যালটির শিক্ষকদের নীলদলের সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নীলদলের সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও অধ্যাপক ড. আশরাফ উল আলম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top