নারায়ণগঞ্জের ১৯ যুবককে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে এক খুদে বার্তায় র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে মানব পাচারকারী চক্রটি। এদের নির্যাতনে জহুরুল ইসলাম নামের নারায়ণগঞ্জের এক যুবক মারা গেছেন।
সন্দেহভাজন হিসেবে মানব পাচারকারী চক্রের প্রধান ইসমাইলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের ওই যুবকদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে মিয়ানমারের কোথায় আটকে রাখা হয়েছিল, কারা এই মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত, কত টাকা তারা আত্মসাৎ করেছে- এসব বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।