সকল মেনু

প্রস্তুত জাতীয় ঈদগাহ, ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা

প্রতিবছরের মতো এবারও ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য প্রস্তত জাতীয় ঈদগাহ। আয়োজক কমিটি আশা করছে, এবছর ঈদগাহ ময়দানের প্যান্ডেলে ৩৫ হাজার এবং সড়কে লক্ষাধিক মুসল্লি এক সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। ঈদের নামাজ পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন।

আশা করা হচ্ছে- মহামান্য রাষ্ট্রপতি এবার ঈদের জামাতে অংশ নেবেন। পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, কূটনীতিকরাসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে নামাজের জন্য আগত জনসাধারণের সুবিধার্থে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবাকেন্দ্র ও চিকিৎসক। রাখা হয়েছে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা, যাতে করে এই ভ্যাপসা গরমে কেউ কষ্ট না পায়। এছাড়া ওজুখানাসহ মহিলাদের জন্য আলাদা পথ রাখা হয়েছে।

হঠাৎ করে আসা ঝড়-বৃষ্টি থেকে রক্ষা পেতে পুরো ময়দান ত্রিপল দিয়েছি ঢেকে দেয়া হয়েছে।

এবার জাতীয় ঈদগাহে গতবারের তুলনায় স্বাস্থ্য সেবাকেন্দ্র ও চিকিৎসক বেশি রাখা হয়েছে। চলমান তীব্র তাপদাহে কেউ অসুস্থ হলে যেন সেবা দেওয়া যায়। সিভিল সার্জন অফিসসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আলাদা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থা করেছে।

সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সতর্ক থাকতে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসা মুসল্লিদেরকে সাথে করে দিয়াশলাই বা লাইটার জাতীয় কোনও বস্তু না আনার আহ্বান জানানো হয়েছে৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে সজাগ থাকবেন।

এদিকে জাতীয় ঈদগাহর প্রস্তুতি দেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা আশাবাদী, একটি সুন্দর-সুষ্ঠু পরিবেশে ব্যাপক মুসল্লির অংশগ্রহণে আমরা ঈদের মূল জামাত আয়োজন করতে পারবো। সুতরাং আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছি। জাতীয় ঈদগাহে সবাইকে সাদরে অভ্যর্থনা জানাতে আমরা অপেক্ষায় আছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top