সকল মেনু

রোজা রেখে ভুলে কেক খেলেন অনন্ত জলিল!

রোজা রেখে ভুলে কেক খেয়ে ফেলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। সোমবার (১৭ এপ্রিল) নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটান তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, অনন্ত জলিলকে কেক কেটে খাইয়ে দিচ্ছিলেন তার ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবাল। আর কেক নিয়ে খেতে শুরু করলে সামনে থেকে কয়েকজন বলতে থাকেন ‘ভাই, রোজা! রোজা!’। তারপর মুখ থেকে কেক ফেলে দেন অনন্ত জলিল।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, ‘আজ আমার জন্মদিন মানেই বিশেষ দিন। অনেক দূর-দূরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এবার ঈদে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল।

গত ১৩ এপ্রিল রাত ৮টায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশ করা হয়। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফায়েড পেজে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top