ইকুয়েডরের বন্দর নগরী গুয়ায়াকিলের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১২ জন বন্দী নিহত হয়েছে।
দেশটির প্রসিকিউটরের কার্যালয় শনিবার এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার লিটোরাল পেনিটেনশিয়ারিতে দু’টি পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে ১২ বন্দী নিহত হয়। এই কারাগারটি ‘গুয়াইয়াস ১’ নামেও পরিচিত।
ইকুয়েডরের প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লিটোরাল পেনিটেনশিয়ারিতে ১২ জন বন্দীর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।’
নিহতদের শরীরে গুলির আঘাত রয়েছে বলে প্রসিকিউটরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত বুধবার এই কারাগারেই ছয় বন্দীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এরপর বৃহস্পতিবার কারাগারের বাইরে একটি রেস্তোরাঁয় ভাড়া করা খুনিরা তিন নারী কারারক্ষীকে গুলি করে হত্যা করে।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইকুয়েডরের কারাগারগুলোতে সংঘর্ষের আটটি ঘটনা ঘটেছে, যেসব ঘটনায় চারশ’র বেশি বন্দী নিহত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।