সকল মেনু

প্রথম আলো কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

প্রথম আলো অফিসের কর্মকর্তারা নিরাপত্তা চেয়ে আবেদন করায় পত্রিকাটির অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এ পুলিশ মোতায়েন করা হয়। এর আগে বুধবার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় রিমান্ড চায়নি পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এজাহারে বলা হয়, প্রথম আলোর ওই মিথ্যা তথ্য প্রকাশ এবং অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হওয়ায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top