আফগানিস্তানের বালখ প্রদেশে শনিবার ভয়াবহ বোমা হামলা হয়েছে। আইএসের হামলায় এক প্রাদেশিক গভর্নর নিহতের একদিন পরই এ হামলার ঘটনা ঘটেছে।
ওই প্রদেশের পুলিশের মুখপাত্র মো. আসিফ ওয়াজিরি বলেন, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। খবর বিবিসি, আলজাজিরার।
মো. ফারদিন নওরোজি নামে এক সাংবাদিক জানিয়েছেন, বোমা হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। তবে বিস্তাবিত কোনো তথ্য দিতে পারেননি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল বৃহস্পতিবার তার কার্যালয়েই বিস্ফোরণে নিহত হয়েছেন।
২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা লাভের পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন। দেশটিতে তালেবান শাসনামলে সহিংসতা অনেক কমে এলেও বিশিষ্ট তালেবান কর্মকর্তা ও অন্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।