ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর চলতি বছর মঙ্গলবার (৭ মার্চ) তৃতীয় দফায় দেশটিতে সফরে যান তিনি।
ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আন্তোনিও গুতেরেস মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পৌঁছেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন, গুতেরেস ‘বর্তমানে ইউক্রেনে অবস্থান করছেন’। খবর এএফপির।
এর আগে কিয়েভ যাওয়ার জন্য তিনি পোল্যান্ডে পৌঁছেছেন বলে জানিয়েছিলেন জাতিসংঘের কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর গত বছরের এপ্রিল ও আগস্টে ইউক্রেনে সফর করেছিলেন গুতেরেস। এবার আগ্রাসনের এক বছর পূর্তির পর ইউক্রেনে গুতেরেসের তৃতীয় সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।