আগামী ৬ মার্চ থেকে সস্তায় সোনা কেনার সুযোগ দিতে চলেছে ভারত সরকার। বিনিয়োগকারীরা ১০ মার্চ পর্যন্ত সার্বভৌম গোল্ড বন্ড স্কিমের অধীনে বিনিয়োগ করতে পারবেন। সার্বভৌম গোল্ড বন্ড ২০২২-২৩ এর চতুর্থ সিরিজটি ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে।
পাঁচদিনের জন্য সোনার বন্ড খোলার দাম প্রতি গ্রাম ৫ হাজার ৬১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) শুক্রবার একটি বিবৃতিতে বলেছে, ২০২২-২৩ এর চতুর্থ সিরিজের অধীনে, সার্বভৌম গোল্ড বন্ড স্কিমটি ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত কেনার জন্য পাওয়া যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।