ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি জ্বলানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। একই সঙ্গে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক মানুষ।
শুক্রবার (৩ মার্চ) ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত আটটা নাগাদ জার্কাতার তানাহ মেরাহতে জ্বালানি তেলের ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা দ্রুত পার্শ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ এই তেলের ডিপোটি ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল-গ্যাস কোম্পানি পেরতামিনার। খবর রয়টার্সের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।